পরম করুণাময় আল্লাহ তায়ালার অপার মহিমায় সেইফ আইডিয়াল স্কুল আজ সফলতার ৮ বছর পেরিয়ে এসেছে। বিগত বছরগুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে সেইফ আইডিয়াল স্কুল এর সাফল্য চোখে পড়ার মতো। অত্র প্রতিষ্ঠানটি শিক্ষার উন্নয়নে সাফল্যের সাথে ঐতিহ্যকে ধারণ করে চলেছে। আর্থসামাজিক উন্নয়নে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ প্রাতিষ্ঠানিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সৎ, যোগ্য ও দক্ষ সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানে বিষয় ভিক্তিক দক্ষ, উদ্যমী ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী আপনাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সর্বদা সজাগ ও সক্রিয় রয়েছে। মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিক্তিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদান্তে,
মো. শাহাদাৎ ঢালী
চেয়ারম্যান, সেইফ আইডিয়াল স্কুল
Notice Board
Follow us @Facebook
Downloads
Visitor Info