Safe Ideal School
Voice of Headmaster

আপনাদের প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিটি দেশ এগিয়ে যাওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই সঠিক শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম্যেই বিশ্বপ্রেক্ষাপট পরিবর্তন করা সম্ভব। নেলসন ম্যান্ডেলার মতে, ‘শিক্ষা সবচেয়ে শক্তিশালী  অস্ত্র দ্বারা বিশ্বকে পরিবর্তনে ব্যবহার করা যায়”। সেইফ আইডিয়াল স্কুল বিশ্বাস করে শিক্ষার মূল মন্ত্র হলো আচারণের কাঙ্খিত পরিবর্তন। আর এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকে সৃজনশীলতার মাধ্যমে সক্রিয় ও দায়িত্বশীল সুনাগরিক গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নিরবিচ্ছন্ন প্রচেষ্টার যে ধারাবাহিকতা তারই অংশ হিসাবে সেইফ আইডিয়াল স্কুল ওয়েব সাইট সম্প্রসারিত করেছে। এর ফলে বিদ্যালয়ের যাবতীয় ইতিহাস ঐতিহ্য, ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত তথ্য এবং অবকাঠামোগত অবস্থান সহ প্রয়োজনীয় তথ্য আপনার দ্বারপ্রান্তে পৌছাবে বলে আশা করি। একবিংশ চ্যালেন্স মোকাবেলায় শিক্ষার্থীদেরকে নৈতিকতায় আত্ববিশ্বাসী ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান ভিক্তিক শ্রেণি কার্যক্রম পদ্ধতিগত শিক্ষা ও আধুনিক উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের চিন্তন দক্ষতার বিকাশ ঘটিয়ে বিশ্বদরবারে সু-অবস্থান নিশ্চিত করতে অত্র প্রতিষ্ঠান সদা জাগ্রত।  

ধন্যাবাদান্তে
মোঃ আখতার হোসেন
প্রধান শিক্ষক, সেইফ আইডিয়াল স্কুল

Notice Board
Follow us @Facebook
  Downloads
Useful Links

Visitor Info
100
as on 22 Nov, 2025 06:52 AM
© Powered by TechBPO Pro™